ভিডিও বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসননীতির আওতায় বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত কয়েক ধাপে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এখন পর্যন্ত ফেরত পাঠানো ৩১ জন বাংলাদেশির মধ্যে ৩০ জন পুরুষ এবং একজন নারী। তারা কেউ কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, আবার কেউ কেউ মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন।

জানা যায়, নির্বাসিত বাংলাদেশিদের বেশিরভাগকে নিয়মিত বাণিজ্যিক বা ভাড়া করা বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে দেশে পাঠানো হয়েছে। তবে তিনজনকে বিশেষ নিরাপত্তায় মার্কিন কর্মকর্তারা সরাসরি ঢাকায় পৌঁছে দিয়েছেন। গত শনিবার একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে পাঁচজন বাংলাদেশিকে ঢাকায় ফেরত আনা হয়।

আরও পড়ুন

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব ফেরত পাঠানোর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে তালিকা পাঠিয়ে অনুমতি নেয়।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) ইতিমধ্যে বৈধ কাগজপত্রহীন ৪০০ থেকে ৫০০ বাংলাদেশিকে আটক ও ফেরত পাঠানোর জন্য শনাক্ত করেছে। মার্চের প্রথম সপ্তাহ থেকে সীমিতসংখ্যক বাংলাদেশিকে ফেরত পাঠানো শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘চূড়ান্ত প্রস্তাব’ নাকচ করলেন জেলেনস্কি

গৌতম গম্ভীরকে হত্যার হুমকি

হিমির ১০৯ নাটকের প্রতিটির ভিউ কোটি পার

এল ক্লাসিকোর আগে রিয়াল শিবিরে জোড়া দুঃসংবাদ

প্রত্যেক সন্ত্রাসী ও তাদের সমর্থকদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে : মোদি

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরলেন বিজয়