ভিডিও বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

গাজীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিকেদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিকেদের মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক:   গাজীপুরের শ্রীপুরে শ্রমিক ছাঁটাই, বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিট হরাইজন নামের একটি কারখানার শ্রমিকেরা।

বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে বেলা সাড়ে ১১টায় সড়ক থেকে সরে দাঁড়ান।

শ্রমিকরা অভিযোগ করেন, মঙ্গলবার কারখানার ৩০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করা হয়। এরপর শ্রমিকরা কর্মবিরতি পালন করলে কর্তৃপক্ষ পুনঃনিয়োগের প্রতিশ্রুতি দেয়। কিন্তু বুধবার সকালে শ্রমিকরা কাজে এসে দেখতে পান, কারখানার প্রধান ফটকে তালা ঝুলছে এবং সেখানে ‘অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ’ নোটিশ টানানো রয়েছে।

শাহরিয়ার হাসান জয় নামের এক শ্রমিক বলেন, “বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিয়েছে, অথচ আমাদের বকেয়া বেতন এখনো দেয়নি। এটা চরম অন্যায়।”

লামিয়া আক্তার নামের আরেকজন বলেন, “আমরা এক মাসের বেতন পাইনি। আমাদের পরিবার কষ্টে আছে। এই অবস্থায় আমাদের কণ্ঠ কে শুনবে?”

আরও পড়ুন

লিলি আক্তার নামের আরেক শ্রমিক বলেন, “দুধের শিশুদের ঘরে রেখে আমরা কারখানায় আসি। রক্ত পানি করে কাজ করি। অথচ মাস শেষে বেতন পাই না।”

নিট হরাইজন কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, “বাংলাদেশের শ্রম আইন ২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে, দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা হবে।”

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের সঙ্গে কথা বলার পরে তারা অবরোধ তুলে নেন। বেলা সাড়ে ১১টার পরে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘চূড়ান্ত প্রস্তাব’ নাকচ করলেন জেলেনস্কি

গৌতম গম্ভীরকে হত্যার হুমকি

হিমির ১০৯ নাটকের প্রতিটির ভিউ কোটি পার

এল ক্লাসিকোর আগে রিয়াল শিবিরে জোড়া দুঃসংবাদ

প্রত্যেক সন্ত্রাসী ও তাদের সমর্থকদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে : মোদি

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরলেন বিজয়