ভিডিও বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

শ্রম উপদেষ্টা

শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য ইন্টারনাল কমিটি

সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বিষয়ক এক ব্রিফিংয়ে

শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য শ্রম মন্ত্রণালয়ে আমরা একটা ইন্টারনাল কমিটি করবো। এই কমিটি সবকিছু বিবেচনা করে কাজ করবে। আমাদের আর্থ-সামাজিক ব্যবস্থার ওপর ভিত্তি করে যতটুকু বাস্তবায়ন করা যায়, তার সবই করা হবে। 

বুধবার (২৩ এপ্রিল) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা কী বললেন, তার জন্য অপেক্ষা না করে আমরা পূর্ণাঙ্গ এই রিপোর্ট নিয়ে কাজ করবো।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো বসে থাকবো না। আগামীকাল থেকেই কাজ শুরু করবো। আমরা যদি ডিসেম্বরকে ধরে এগোই তাহলে তো নভেম্বর থেকে শুরু করা হবে। ফলে যেসব সুপারিশ বাস্তবায়ন করা যায়, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। 

আরও পড়ুন

উপদেষ্টা বলেন, শ্রমিকদের মজুরি বোর্ডের প্রয়োজন আছে।  

ব্রিফিংয়ে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমরা চাই, শ্রমিক হিসেবে তাদের স্বীকৃতি থাকবে। একজন মানুষের মান সম্মত জীবনযাপনের জন্য যে বেতন প্রয়োজন, সেটির জন্য একটি পৃথক মজুরি বোর্ড থাকা জরুরি। 

 তিনি বলেন, আমরা ফাইলবন্দি কোনও প্রতিবেদন করতে চাই না। এটি বাস্তবায়নের জন্য একত্রে কাজ করতে চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌতম গম্ভীরকে হত্যার হুমকি

হিমির ১০৯ নাটকের প্রতিটির ভিউ কোটি পার

এল ক্লাসিকোর আগে রিয়াল শিবিরে জোড়া দুঃসংবাদ

প্রত্যেক সন্ত্রাসী ও তাদের সমর্থকদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে : মোদি

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরলেন বিজয়

সম্পর্ক ভাঙলো সামিরা খান মাহির!