ভিডিও বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সুইডিশ দূতাবাস স্মরণ করল ‘রানা প্লাজা’ ট্র্যাজেডি

সুইডিশ দূতাবাস স্মরণ করল ‘রানা প্লাজা’ ট্র্যাজেডি,ছবি: সংগৃহীত।

এক যুগ আগে ঘটে যাওয়া রানা প্লাজা ট্র্যাজেডির ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বার্তায় সুইডিশ দূতাবাস জানায়, রানা প্লাজা দুর্ঘটনার ১২ বছর পূর্ণ হয়েছে। এই দিনে আমরা নিহত ও আহত শ্রমিক এবং তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সহানুভূতি জানাই।

বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে পোশাক খাত এবং এর বাইরেও লাখ লাখ শ্রমিকের নিরাপত্তা ও স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।আন্তর্জাতিক শ্রম সংস্থার মাধ্যমে সুইডেন আন্তর্জাতিক শ্রম মান অনুযায়ী কারখানাগুলোকে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তা করে। উদাহরণস্বরূপ, কারখানা পরিদর্শনের জন্য ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করে।বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য খাতে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিতকরণে গত এক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মাধ্যমে সুইডেন বাংলাদেশকে আন্তর্জাতিক শ্রমমান অনুযায়ী নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সহায়তা করছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌতম গম্ভীরকে হত্যার হুমকি

হিমির ১০৯ নাটকের প্রতিটির ভিউ কোটি পার

এল ক্লাসিকোর আগে রিয়াল শিবিরে জোড়া দুঃসংবাদ

প্রত্যেক সন্ত্রাসী ও তাদের সমর্থকদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে : মোদি

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরলেন বিজয়

সম্পর্ক ভাঙলো সামিরা খান মাহির!