ভিডিও বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সিন্ধু চুক্তি স্থগিত করে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ

সিন্ধু চুক্তি স্থগিত করে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারত। হামলার এক দিন পর গতকাল বুধবার ভারত ঘোষণা দিয়েছে, সার্ক ভিসার অধীনে পাকিস্তানের কোনো নাগরিককে ভারতে ভ্রমণ করতে দেওয়া হবে না। এ ভিসার অধীনে কোনো পাকিস্তানি যদি দেশটিতে থেকেও থাকেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 

দ্য মিন্ট জানায়, পেহেলগামের বৈসারনে হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সশস্ত্র সংগঠন। কয়েক বছর আগে আত্মপ্রকাশ করা সংগঠনটি পাকিস্তানের লস্কর-ই-তৈয়্যবার একটি শাখা বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা। হামলার ঘটনায় ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু নদের পানিচুক্তি স্থগিত করা। ইসলামাবাদকে পানির ভাগ দিতে দুই দেশের চুক্তিটি হয়েছিল ১৯৬০ সালে। পাকিস্তানের সঙ্গে আতারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে পাকিস্তান হাইকমিশন থেকে স্টাফ সরিয়ে নেবে ভারত। 

আল জাজিরা জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় জম্মু-কাশ্মীর থেকে দেড় হাজারের বেশি বাসিন্দাকে আটক করা হয়েছে। হামলার সময় নারীদের রেখে বেছে বেছে পুরুষদের গুলি করা হয়েছে। বন্দুকধারীর গুলিতে একজন নেপালিসহ ২৬ পর্যটক নিহত হন। আহত হন অন্তত ১৭ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পেহেলগাম থেকে তিন মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈসারনের তৃণভূমিতে এ হামলার ঘটনা ঘটে। 

আরও পড়ুন

২০১৯ সালের পর উপত্যকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এটিই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। এ ঘটনায় প্রাণ যায় কাশ্মীরের যুবক সাইয়েদ আদিল হুসেইন শাহেরও। তিনি বৈসারনে পর্যটকদের জন্য ঘোড়ায় চড়ার ব্যবস্থা করতেন। আদিল এক পর্যটককে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিহত হন।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা বলেছিলেন একা কাশ্মীর যেও না : শাহরুখ

কক্সবাজারে ১২ হাজার একর ভূমি ফেরত পাচ্ছে বন বিভাগ: রিজওয়ানা

অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে সেটা প্রধান উপদেষ্টা ভালো জানেন: খাদ্য উপদেষ্টা

মৌলভীবাজারে পর্নোগ্রাফি মামলায় পলাতক আসামি গ্রেফতার

গাছের সঙ্গে ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ, আহত ৪

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ২টি গরু জব্দ