ইসরায়েল গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এদেরও তাই করা উচিত : শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে পশ্চিমবঙ্গের তিন বাঙালি পর্যটকও ছিলেন, কলকাতার দুজন এবং পুরুলিয়ার একজন। নিহতদের মধ্যে দুজনের কফিনবন্দি মরদেহ পশ্চিমবঙ্গে পৌঁছেছে।
বুধবার রাতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু ও আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি অ্যাম্বুলেন্সে করে পাটুলি ও সখের বাজারে নিজবাড়িতে নিয়ে যাওয়া হয় বিতান অধিকারী ও সমীর গুহের কফিনবন্দি মরদেহ। সে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি তথা বিজেপি’র সংসদ সদস্য অভিজিৎ গাঙ্গুলী এবং বিজেপি’র বিধায়ক অগ্নিমিত্রা পাল।
এরপর চোখের সামনে আততায়ীরা কিভাবে পহেলগামে গুলি করে হত্যা করছিল সেসব ঘটনার বিবরন দেন বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারী। তিনি বলেন, আপনারা আছেন বলেই এসেছি। আপনাদের ভরসা করি। আমার স্বামীর খুনিদের শাস্তি চাই। আমার সব শেষ হয়ে গেল। ওর চোখের সামনে ওর বাবাকে মেরেছে। অপরদিকে কলকাতার বেহালার সখের বাজারের বাসিন্দা সমীর গুহর কফিন বন্দি মরদেহ নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা।
আরও পড়ুনএই দুই বাঙালির কফিন বন্দি মরদেহ বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী দলনেতা শুভেন্দুকে স্লোগান দিতে দেখা যায়। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। যারা এ ধরনের উগ্রপন্থা করছেন তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। আমরা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করছি ২৬ এর বদলে ২৬০ দরকার। তিনি আরও বলেন, এখানে রাজ্যের মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল। সমীর গুহর স্ত্রী সবার সামনেই বললেন, তিনি মোদির লোক বলেই তাকে গুলি করে মারা হয়েছে।
কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি তথা বিজেপি’র সংসদ সদস্য অভিজিৎ গাঙ্গুলী বলেন, পহেলগামে বৈসরন উপত্যকায় যে ঘটনা ঘটেছে তার প্রতিশোধ আমরা অবশ্যই নেবো। দেখুন কি হয়।
মন্তব্য করুন