ভিডিও বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ২টি গরু জব্দ

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ২টি গরু জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ৪৯৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুটি গরু জব্দ করেছে বিজিবি। 

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার ছোট গজনী ও কোচপাড়া এলাকা থেকে এসব মদ ও ভারতীয় চোরাই গরু উদ্ধার করেন তাওয়াকুচা বিওপির সদস্যরা। 

তথ্যটি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে বিজিবির দুটি টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

অভিযানকালে ছোট গজনী এলাকা থেকে ৪৯৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ এবং কোচপাড়া এলাকা থেকে দুটি গরু জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ও গরু চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে যায়। জব্দকৃত মদ ও গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ৯ লাখ ৬৫ হাজার ৫শ টাকা।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি দেশের আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ প্রতিরোধে সচেষ্ট রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“জনগণের সমর্থন ও রায় নিয়ে বিএনপি নেতৃবৃন্দ এই সংস্কার কার্যক্রম শুরু করবে”

ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি শিক্ষার্থী নিহত 

চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোলবোমা উদ্ধার 

গাইবান্ধার ফুলছড়িতে প্রশিকার নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে আগাম জাতের ভুট্টা কর্তন শুরু

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত