বগুড়া ডিএসএ কাপ ক্রিকেটে মেঘদ্বীঘ ও ইয়ং টাইগার্স’র জয়লাভ

স্পোর্টস রিপোর্টার : বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে মেঘদ্বীপ ক্রীড়া চক্র ও ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) খেলায় মেঘদ্বীপ ক্রীড়া চক্র ৯ উইকেটে ইয়ং এক্সপ্রেসকে এবং ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি ১১৩ রানের বড় ব্যবধানে বেলাইল ক্রিকেট ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে।
দিনের প্রথম খেলায় মেঘদ্বীপ ক্রীড়া চক্র টসে জিতে ইয়ং এক্সপ্রেসকে ব্যাট করতে পাঠায়। মেঘদ্বীপের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯০ রান সংগ্রহ করে ইয়ং এক্সপ্রেস। দলের হয়ে সর্বোচ্চ ২২ ও ইমন ১৯ রান করে। মেঘদ্বীপের রাহান তিনটি, হৃদয়, নাবিয়াত, জনি ও হাসিব একটি করে উইকেট লাভ করে। জবাবে মেঘদ্বীপ ক্রীড়া চক্র ১২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। উদ্বোধনী ব্যাটসম্যান রাফিন অপরাজিত ৪৭, ফারহান ২১ এবং ফরিদ অপরাজিত ১৮ রান করেন। মোমিন একমাত্র উইকেটটি লাভ করেন। বিজয়ী দলের রাহান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে বেলাইল ক্রিকেট ক্লাবের সামনে ১৭৪ রানের টার্গেট ছুঁড়ে দেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন দুর্জয়। এছাড়া তাসদিক ৩১, ইলমান ২৫, রবিউল ২৩ এবং জয় অপরাজিত ২১ রান করেন। বেলাইল ক্রিকেট ক্লাবের রকি ও রামি দুটি করে উইকেট লাভ করেন। জবাবে বেলাইল ক্রিকেট ক্লাব ১৫ দশমিক ৩ ওভারে ৬০ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে মাহাদী সর্বোচ্চ ২২ রান করেন। জয় চারটি, ইয়াকুব ও রাফি দু’টি করে এবং দুর্জয় একটি উইকেট শিকার করেন। বিজয়ী দলের জয় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
আরও পড়ুন
মন্তব্য করুন