ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা, ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলা হয়েছে ঢাকায়, অন্যটি নারায়ণগঞ্জে। এছাড়া সোমবার ঢাকার সিএমএম আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে আরও পাঁচটি হত্যা মামলা নেওয়ার আবেদন জমা পড়েছে। এ সংক্রান্ত মামলা হয়েছে কি না, আদালত সংশ্লিষ্ট থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে সোমবার পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে ১৯৭টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৭৬টি হত্যা মামলা। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও বিগত আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে।

রাজধানীর বাড্ডায় রফিকুল ইসলাম নামের এক ফার্নিচার দোকানের কর্মচারীকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে রফিকুল ইসলামের মামা মুহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে এ হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য ওয়াকিল উদ্দিনকে আসামি করা হয়েছে। এছাড়াও রাজধানীর মিরপুরে আশরাফুল ইসলাম নামের এক তরুণকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১৯৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাজধানীর মিরপুর থানায় এ মামলা রেকর্ড হয়। মামলায় শেখ হাসিনা ছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস মোল্লাকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

অপরদিকে আরাফাত হোসেন (১৬) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় সোমবার এ মামলা করেন আরাফাতের বাবা আকরাম হোসেন। মামলায় শেখ হাসিনা ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আসামি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আশ্বস্ত করছি বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না’

রাজশাহী বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

বেক্সিমকোর কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

পাকিস্তান থেকে সেই জাহাজে এবার এল ৬৯৯টি কনটেইনার

ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ১ লাখ

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত