ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

বদলির তদবির নিয়ে গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইসি

বদলির তদবির নিয়ে গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইসি

সাম্প্রতিক সময়ে মাঠ কর্মকর্তাদের অনেকেই বদলির তদবির নিয়ে নির্বাচন ভবনে আসছেন। বিষয়টি শৃঙ্খলা ভঙ্গ করার শামিল আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন ইসির জনবল ব্যবস্থাপনা-১ শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

এতে উল্লেখ করা হয়েছে, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মাঠ পর্যায়ের কিছু কর্মকর্তা-কর্মচারী নির্বাচন কমিশন সচিবালয়ে বদলিবিষয়ক তদবিরে আসেন।

এছাড়া অনেকে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণের লক্ষ্যে এসে অপ্রয়োজনীয় তদবির বা অযথাই নির্বাচন কমিশন সচিবালয়ে ঘোরাঘুরি করেন।

কর্মকর্তা-কর্মচারীদের এহেন কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী অসদাচরণের শামিল।

আরও পড়ুন

নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত বা কর্মস্থল ত্যাগ না করা এবং প্রশিক্ষণার্থীকে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুমতি ব্যতীত প্রশিক্ষণস্থল ত্যাগ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

 

এছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তাদের বদলির আবেদন অগ্রায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা যাচাই-বাছাই ও সুষ্ঠু সমন্বয় করে উপযুক্ত কারণ ও যৌক্তিকতা উল্লেখ করে সমন্বিতভাবে সুপারিশ সহকারে সচিবালয়ে পাঠাবেন। এক্ষেত্রে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তদবির না করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি