ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

পৈত্রিক বসতভিটা নিয়ে বিরোধ,ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিহত নওশাদ মিয়া (৪০)

হবিগঞ্জের বানিয়াচঙ্গে পৈত্রিক বসতভিটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ উঠেছে।

সোমবার (২সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার দোয়াখানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নওশাদ মিয়া (৪০) ওই এলাকার কিম্মত আলীর ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, পৈত্রিক বসতভিটা নিয়ে নওশাদ ও জুনেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি এলাকার জনপ্রতিনিধিসহ মুরুব্বিরদের নিয়ে নিস্পত্তিও হয়েছিল। এ নিয়ে সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুনেদ (২৫) তার বড় ভাই নওশাদকে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নওশাদকে তার ছোট ভাইয়ের হাত থেকে রক্ষা করতে গুরুতর আহত হয়েছেন তার মেয়ে ফাহিমা আক্তার (১৪) ও বড় ভাই তৌফিক মিয়া (৪৫)। ফাহিমাকে মুমূর্ষু অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হত্যাকারীকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।” ঘটনার পর থেকেই নওশাদের ছোট ভাই জুনেদ মিয়া পালাতক রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, মানুষ দুর্ভোগে

খালাস পেলেন খালেদা জিয়া

সেন্টমার্টিনের ৩টি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ড