নিউজ ডেস্ক: কক্সবাজারে ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ রুবেল নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বৈদ্যঘোনা এলাকায় ছিনতাইকালে তাকে আটক করেন স্থানীয়রা।
আটক রুবেল কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগ নেতা ইসমাঈল সিআইপির ব্যক্তিগত সহকারী ছিলেন বলে জানান স্থানীয়রা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি রকিবুজ্জামান বলেন, শহরের বৈদ্যঘোনা এলাকায় একটি অটোরিকশা উল্টে গেলে সেখানে গিয়ে অটোরিকশায় থাকা এক ব্যক্তির কাছে ছিনতাইয়ের চেষ্টা করে রুবেল। এ সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাকে ধাওয়া করে আটকের পর পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার ঘরে রাখা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুদ রাখা আছে বলে স্বীকার করেন। পরে তাকে নিয়ে গিয়ে সেখান থেকে রামদা, ছুরিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ৫০টি মোবাইল সিম ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।