ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক স্থান থেকে ৩ মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক ৩ স্থানে মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের বানিয়াপাড়া, কাশতলা ভিটিবাড়ি এবং উপজেলা সদর স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ সেপ্টেম্বর) মরদেহগুলো উদ্ধার করা হয়।

এর মধ্যে, দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কাশতালা গ্রামের সাজ্জাদ হোসেন ইমন এবং চান্দুসি গ্রামের জুলহাস উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বানিয়াপাড়ায় সড়কের পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

এদিকে কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি পুকুরে সাজ্জাদ হোসেন ইমনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। অপরদিকে উপজেলা সদরে সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় জুলহাস উদ্দিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সজল খান বলেন, পৃথক স্থান থেকে উদ্ধার করা ৩ মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা

নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে 

শেষ মুহূর্তের গোলে পয়েন্ট ভাগাভাগি চেলসির

ওভারটেক করতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

ডেসটিনি’র এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড

অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন তারেক রহমানসহ সব আসামি