ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা

পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা

নিউজ ডেস্ক:   পূর্ব শত্রুতার জেরে সিলেটে মনজুর আহমদ (২৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সিলেট মহানগর ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ সময় তাদের দলীয় কর্মী রুমেল আহত হয়েছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) রাতে বনকলাপাড়ার একটি গলিতে এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত মনজুর আহমদকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হলে সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মনজুর আহমদ বনকলাপাড়া লাল-সবুজ আবাসিক এলাকার মোতাহার মিয়ার ছেলে। আহত রুমেল আহমদ একই এলাকায় বাসিন্দা। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুর্বৃত্তরা মনজুরের হাত ও পায়ের রগ কেটে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেন পরিবারের সদস্যরা।

আহত রুমেল আহমদ দাবি করেন, গত সিটি নির্বাচনের সময়ের বিরোধের জেরে ছাত্রশিবিরের কিছু নেতাকর্মী তাদের ওপর হামলা করেছেন। তবে হামলাকারীদের নাম নিশ্চিত করতে পারেননি তিনি।  
 
সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, হামলার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, মানুষ দুর্ভোগে

খালাস পেলেন খালেদা জিয়া

সেন্টমার্টিনের ৩টি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ড