নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শল্লা এলাকায় বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আবদুল জলিল। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের শফিউল শেখের ছেলে ও পেশায় একজন পিকআপ ভ্যান চালক।
যমুনা সেতু পূর্ব থানার উপপুলিশ পরিদর্শক আবদুল হামিদ বলেন, সোমবার দিবাগত রাত ১টার দিকে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার শল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক জলিল নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন। মরদেহ থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।