নিউজ ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৫৬ দুপুর
চেঙ্গী নদী থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক: খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নদীর গরুর বাজার অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গরু বাজার এলাকার চেঙ্গী নদী দিয়ে ভেসে যাওয়ার সময় মরদেহটি দেখে পুলিশে খবর দিলে তারা সেটি উদ্ধার করে।
আরও পড়ুনখাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
মন্তব্য করুন