বকেয়া বেতনের দাবিতে কারখানায় আগুন দিয়েছেন শ্রমিকরা
নিউজ ডেস্ক: বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বেক্সিমকো গ্রুপের বিগবস কারখানায় আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রায় তিন ঘণ্টা ধরে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের তাড়িয়ে দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। বেলা সাড়ে ১১টার দিকে একদল শ্রমিক কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় অবস্থিত বিগবস কারখানায় আগুন ধরিয়ে দেন।
আরও পড়ুনগাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিগবস নামে একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসে। আমরা সেনাবাহিনীর সহায়তা চেয়েছি, তারা সহযোগিতা করলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করব।
মন্তব্য করুন