ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

ধামরাইয়ে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

ধামরাইয়ে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

নিউজ ডেস্ক: নিখোজের ১০ দিন পর ঢাকার ধামরাইয়ের একটি বিল থেকে ইদ্রিস আলী (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাখলিয়া এলাকার আরশি নগর সাজনা গ্রামের একটি বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ইদ্রিস আলী উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকার মৃত নঈম উদ্দিন মাতব্বরের ছেলে। নিহতের ছেলে বাবুল কুল্লা ইউনিয়নের মাখলিয়া এলাকার সাবেক ইউপি সদস্য।

আরও পড়ুন

পুলিশ জানায়, গত ৩০ আগস্ট ইদ্রিস আলী ধামরাই থেকে সাভারের উদ্দেশ্যে রওনা হন। পরে তিনি আর বাসায় ফিরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজখবর নিলেও সন্ধান পায়নি। পরে আজ দুপুর ১২টার দিকে স্থানীয়রা অর্ধগলিত একটি মরদেহ দেখতে পেয়ে ধামরাই থানায় খবর দেন।

ধামরাই থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসির বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহের শরীরের অনেক অংশ পচে গেছে। নিহতের লুঙ্গি দেখে পরিবারের লোক তার পরিচয় শনাক্ত করেছে। তবে ডিএনএ টেস্ট করা হবে। এ ছাড়া ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, মানুষ দুর্ভোগে

খালাস পেলেন খালেদা জিয়া

সেন্টমার্টিনের ৩টি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ড

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট গ্রেফতার

সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা