বগুড়ায় নবাগত জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের যোগদান
কোর্ট রিপোর্টার : বগুড়ায় নবাগত জেলা ও দায়রা জজ মো. শাজাহান কবির এবং চিফ জুডিসিায়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হকসহ তিনজন সহকারী জজ (শিক্ষানবিশ) যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার জেলা জজশিপের ও ম্যাজিস্ট্রেসির বিচারকবৃন্দ এবং আদালতের কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সার্কিট হাউজে নবাগত জেলা ও দায়রা জজকে বরণ করে নেয়া হয়।
নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাজাহান কবির বগুড়ায় যোগদানের আগে নেত্রকোনার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। গত রোববার নবাগত চিফ জুডিসিায়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হক বগুড়ায় তার কর্মস্থলে যোগদান করেন।
আরও পড়ুনএর আগে তিনি রাজশাহীতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ইতিমধ্যে আরিফ আফসার শুভ, মো. ইউনুস আলী ও উদাস গোস্বামী নামের তিনজন সহকারী জজ (শিক্ষানবিশ) বগুড়ায় যোগদান করেন।
মন্তব্য করুন