ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে সড়কে ট্রাক রেখে চালকদের প্রতিবাদ

নারায়ণগঞ্জে সড়কে ট্রাক রেখে চালকদের প্রতিবাদ

নিউজ ডেস্ক: চালক‌কে মারধ‌রের অ‌ভি‌যো‌গে ফতুল্লা থানা ঘেরাও এবং ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ কর‌ছে ট্রাক চালকরা। ফতুল্লার পঞ্চব‌টি‌তে সড়কের কাজ করা প্রোজেক্টের কিছু কর্মী ট্রাক চালক‌কে মারধর করেছে এমন অভিযোগ এনেছেন চালকরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফতুল্লা থানার সামনে থেকে পঞ্চবটী পর্যন্ত সড়ক অ‌বরোধ ক‌রে রাখা হয়।  এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি। সকাল ১০ টায় এ নিয়ে সেনাবাহিনী ও পুলিশের মধ্যস্থতায়, চালকদের প্রতিনিধি ও প্রজেক্টের কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য বৈঠক শুরু হয়।

এদিকে সুষ্ঠু বিচারের আশ্বাসে এবং মধ্যস্থতার বৈঠকের খবরে সকাল সা‌ড়ে ১০ টায় অবরোধ প্রত্যাহার করার ঘোষণা দেন চালকরা।

আরও পড়ুন

চালকদের অভিযোগ, গতরাত ২ টার দিকে পঞ্চবটীতে প্রজেক্টের কাজ চলা সড়ক দিয়ে ট্রাকের চালকরা জোর করে চলাচল করলে প্রজেক্ট কর্তৃপক্ষ কয়েকজন ট্রাক ড্রাইভারকে মারধর করে। এর জের ধরেই সকাল থেকে ফতুল্লা থানার দুই পাশে সড়কে ট্রাক ফেলে অবরোধ করে থানার গেটে তারা বিক্ষোভ করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, সড়কের একপাশ থে‌কে ট্রাক স‌রি‌য়ে যানজট স্বাভাবিক করা হয়েছে। রাতে প্রজেক্টে একটি ঘটনা নিয়ে এরকম পরিস্থিতি হয়েছে। আমরা প্রজেক্টে সেনাবাহিনীর সহায়তায় বিষয়টি সুরাহার জন্য বৈঠকে বসেছি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালাস পেলেন খালেদা জিয়া

সেন্টমার্টিনের ৩টি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ড

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট গ্রেফতার

সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা 

টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস

সংবিধানসহ চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ