ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে নিখোঁজের একদিন পর দুই ভাইবোনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে নিখোঁজের একদিন পর দুই ভাইবোনের লাশ উদ্ধার, ছবি: দৈনিক করতোয়া

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ ও স্বজনরা। গত বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ যমুনা নদীর তীররক্ষা সংলগ্ন রেস্কি বোর্ডের কাছ থেকে উদ্ধার করা হয়। গত বুধবার  বিকেলে শিশু দুটি তাদের দাদার অগোচরে নদীতে নেমে নিখোঁজ হয়। 

এরা হলো- চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী গ্রামের আলমগীর হোসেনের ছেলে হজরত আলী (৭) ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে খাদিজা (৬)। এরা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। শিশু দুটির পরিবার ও খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো: হাবিবুর হাবলুর সূত্রে জানা যায়, শিশু দুটি তাদের দাদার সাথে যমুনা নদীতে গোসল করতে যায়। দাদা প্রথমেই দুই নাতি-নাতনিকে গোসল করিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এরপর দাদা গোসল শেষে ফিরে এসে দেখেন শিশু দুটি বাড়ি ফিরে আসেনি। গতকাল বৃহস্পতিবার সকালে জোতপাড়া সংলগ্ন যমুনা নদী থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে নৌ পুলিশ। চৌহালী থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এবিষয়ে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ওসি শামসুল আলম  জানান, পুলিশ সদস্যরা ও স্বজনরা মিলে মরদেহ উদ্ধার করি। ঐ দুই চাচাতো ভাই-বোনের শরীরে কোন আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে পাওয়া যায়নি। থানায় ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

ফরিদপুরে মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে মা নিহত 

সেন্টমার্টিনে শটসার্কিটের আগুনে ২ রিসোর্ট পুড়ে ছাই

জামায়াত নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় শিক্ষিকা নিহত  

নার্সের ভুল ইনজেকশনে হাসপাতালে দুই রোগীর মৃত্যু