চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল করিম (২৫) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। সে ঘোড়াপাখিয়া ইউনিয়নের পার কৃষ্ণগোবিন্দপুর গ্রামের আবুল কাসেমের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নিজ শয়নকক্ষে বৈদ্যুতিক কাজ করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। তাকে আহত অবস্থায় জেলা হাসপাতালে নেয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনশিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) খোকন চন্দ্র ভৌমিক বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।
মন্তব্য করুন