ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামের রাজারহাটে নিখোঁজ মাছ শিকারীর লাশ উদ্ধার

কুড়িগ্রামের রাজারহাটে নিখোঁজ মাছ শিকারীর লাশ উদ্ধার, প্রতীকী ছবি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে নিখোঁজ মাছ শিকারীর লাশ ১৫ ঘণ্টা পর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাছ শিকারী রফিকুল ইসলামের (৪৫) লাশ উপজেলার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের সিঙ্গের ডাবরীহাটের দক্ষিণে ভাটারপাড় এলাকার সরকারি খাস পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী।

রফিকুল ইসলাম ওই ইউনিয়নের চেতনা গ্রামের মৃত অকিমুদ্দিনের ছেলে। খবর পেয়ে তার বাড়ির লোকজন ছুটে এসে এলাকাবাসীর সহযোগিতায় পুকুর থেকে লাশ উত্তোলন করে। রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

গতকাল বুধবার বিকেলে বরশি দিয়ে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয় রফিকুল। রাতে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজখুঁজি করতে থাকে। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার লাশ শনাক্ত করে পরিবারের লোকজন।

আরও পড়ুন

মাছ ধরতে গিয়ে পা ফসকে পুকুরে পড়ে যেতে পারে বলে উপস্থিত ব্যক্তিগণ ধারণা করেছেন। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। লাশের গায়ে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। এ জন্য লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ শতাংশ ভোট না পড়লে আবারও নির্বাচনের প্রস্তাব

রংপুরের পীরগাছায় বেড়েছে গরু চুরি রাতে গোয়ালঘর পাহারা

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

বগুড়ার ধুনটে আগুনে গবাদিপশুর মৃত্যু, গৃহকর্তা দগ্ধ

ঠাকুরগাঁও সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ