ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

অবৈধভাবে ভারতে যাওয়া-আসার সময় নারীসহ আটক ৫

অবৈধভাবে ভারতে যাওয়া-আসার সময় নারীসহ আটক ৫

নিউজ ডেস্ক:  সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে যাওয়া ও আসার সময় এক নারীসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (৪ অক্টোবর) ভোরে সাতক্ষীরার পদ্মশাখরা ও হিজলদী সীমন্তে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- সাতক্ষীরার সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের শামসুদ্দিন গাজীর ছেলে মো. জসিম উদ্দিন (৩৮), ভোমরার লক্ষিদাঁড়ী গ্রামের আসাদুল সরদারের ছেলে বিলাল হোসেন (২৩), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. শামসুজ্জামান (৩৯) ও শরিয়াতপুর জেলার জাজিরা থানা এলাকার মৃত সামছুল মোল্লার মেয়ে মৌসুমী (৩৪), ফরিদপুর জেলার আলফাডাংগা থানার রুদ্রবানা গ্রামের মৃত আয়নাল উদ্দিন শেখের ছেলে মো. মামুন (৩৩)। 

আরও পড়ুন

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, হিজলদী বিওপির একটি বিশেষ অভিযানিক দল মেইন পেলারের ১৬ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর মাঠ নামক স্থানে ভারত থেকে বাংলাদেশে অবৈধ প্রবেশের সময় এক নারীসহ দুই জন বাংলাদেশিকে আটক করা হয়। 

এছাড়া পদ্মশাখরা বিওপির সীমান্ত পিলার ২/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্বশান নামক স্থান দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া সময় আরও তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আশ্বস্ত করছি বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না’

রাজশাহী বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

বেক্সিমকোর কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

পাকিস্তান থেকে সেই জাহাজে এবার এল ৬৯৯টি কনটেইনার

ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ১ লাখ

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত