ভোলায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে অস্ত্র-গুলিসহ আটক দুই
নিউজ ডেস্ক: ভোলা সদরের উত্তর দিঘলদী ও ইলিশা এলাকা থেকে ডাকাতি ও দস্যুতার অভিযোগে দুজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এসময় দুটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (৭ অক্টোবর) তাদের আটক করা হয়। আটকরা হলেন- মোসলে উদ্দিন ও কামাল।
কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে কোস্টগার্ডের একটি দল। অভিযান দলটি সদরের ইলিশা বাজার এবং উত্তর দিঘলদী এলাকায় অভিযান পরিচালনা করে দুই দস্যুকে আটক করে। তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র।
আরও পড়ুনআটকদের নামে ভোলার মেঘনায় নদীসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখল ও দস্যুতার অভিযোগ রয়েছে। জেলেদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে আটকদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় কোস্টগার্ড।
মন্তব্য করুন