যুবলীগ কর্মীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ
বরগুনার তালতলী উপজেলায় জাফরুল হাসান সুমন নামে এক যুবলীগ কর্মীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের পুলিশে অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা জাফরুলকে নির্যাতন করেছে।
রোববার সন্ধ্যায় তালতলী বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠিয়েছে।
যুবলীগ কর্মী জাফরুল হাসান সুমন বলেন, ‘বাবা-মায়ের জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার পথে উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক, তার দুই ছেলে নাঈম, অন্তুসহ ১০-১২ জন বিএনপি নেতা–কর্মী আমাকে গাড়ি থেকে নামিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে। পরে তারা আমার ওপর অমানসিক নির্যাতন চালায়। নির্যাতন শেষে তারা আমাকে পুলিশে সোপর্দ করেছে। আমি এ ঘটনার শাস্তি দাবি করছি।’
আরও পড়ুনতালতলী থানার ওসি কালাম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। সুমন ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে হামলা মামলার অজ্ঞাত আসামিদের একজন।
মন্তব্য করুন