ভিডিও

টেকনাফে ৮ কেজি তিমি মাছের বমি উদ্ধার; আটক ১

প্রকাশিত: অক্টোবর ০৮, ২০২৪, ১০:২১ দুপুর
আপডেট: অক্টোবর ০৮, ২০২৪, ১০:২১ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকায়  অভিযান চালিয়ে ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার করেছে বিজিবি। 

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটক শামসুল আলম (৩৫) সেন্টমার্টিন দ্বীপের নির আহমদের ছেলে। 

লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকা দিয়ে চোরাচালানী মালামাল পাচার হতে পারে এমন সংবাদে বিজিবি টহল জোরদার করা হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর একটি বালতি থেকে বিক্রয় নিষিদ্ধ ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা।

তিনি বলেন, তিমি মাছের বমি বিভিন্ন উন্নত দেশে চোরাচালান করা হয় এবং অ্যাম্বারগ্রিস হতে বিভিন্ন মূল্যবান পারফিউম ও ওষুধ তৈরি করা হয়।

আটক ব্যক্তিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS