ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর- আখাউড়া গামী বাইপাস সড়কের দক্ষিণ পাশে কোড্ডা নামক স্হানের অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে সদর থানার পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করে।
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরে গোলাপী কালারের বোরখা পরিহিত ছিল। তাক্ষৎণিক মরদেহ পরিচয় সনাক্ত করতে পারেনি স্হানীয়রা। শরীরের বিভিন্ন অংশে পিঁপড়া ও পোকামাকড় কামড়ে মাংস তুলে ফেলেছে।
আরও পড়ুনসদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, ধারণা করা হচ্ছে রাতে তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। লাশ সনাক্ত করা সহ ঘটনা উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য করুন