জামালপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
জামালপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় শহরের বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বেলটিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রেজাইল করিম বাবুল, মাদরাসা শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা উমর ফারুক, সমাজকর্মী আমির উদ্দিন সহ আরও অনেকে।
আরও পড়ুনএ সময় বক্তারা বলেন, জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের টিউবওয়েল পাড় মোড়ে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এ মোড়ে যুক্ত হয়েছে জামালপুর-সরিষাবাড়ী সড়ক। ত্রিমূখী ব্যস্ততম এই মোড়ে কোনো স্পিড ব্রেকার, পুলিশ বক্স, ট্রাফিক পুলিশ নেই। সম্প্রতি দুইটি দুর্ঘটনায় দুইজন কলেজ শিক্ষকসহ পাঁচজন নিহত হয়েছে।
দ্রত সময়ের মাঝে টিউবওয়েল পাড় মোড়ে স্পিডব্রেকার, পুলিশ বক্স ও ট্রাফিক পুলিশ দেওয়ার দাবি জানান তারা।
মন্তব্য করুন