কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত চার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- হোসেনাবাদ গড়েরপাড়ার নিজাম উদ্দিন (৪৮), মোজাম আলীর ছেলে তরিকুল ইসলাম (২৫), আওলাদ হোসেন (৬০) এবং ফারাকপুর বটতলা এলাকার জামান আলীর স্ত্রী জহুরা খাতুন (৪০)। তারা সবাই মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে মারা যান।
আরও পড়ুনদৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন