খুলনার দাকোপায় পাইপ গান ও কার্তুজসহ আটক ১
নিউজ ডেস্ক: খুলনায় দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নে শাহারাবাত এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে শাহ আলম শেখ (৫৪) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে বিশেষ যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ ওয়ান শুটার পাইপ গান ও ৪ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসীর ইবনে মহসীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুনবিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন ধরে খুলনা জেলার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নে শাহারাবাত এলাকায় শাহ আলম শেখ নামক এক দুষ্কৃতকারী অস্ত্র ব্যবহার করে প্রভাব বিস্তার এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ তথ্যের ভিত্তিতে সেই এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান এবং পুলিশের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে একটি অবৈধ ওয়ান শুটার পাইপ গান, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ২ রাউন্ড ফাঁকা কার্তুজ পাওয়া যায়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে আলামতসহ দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন