ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

জমি নিয়ে বিরোধে কুপিয়ে বোন-ভাবিকে খুন

সংগৃহীত,জমি নিয়ে বিরোধে কুপিয়ে বোন-ভাবিকে খুন

মফস্বল ডেস্ক : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় বোন ও ভাইয়ের বৌকে খুনের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১২ অক্টোবর) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার সানঘাট গ্রামের দাড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সানঘাট গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী জাকিয়া আক্তার (৪৫) ও চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী জোছনা খাতুন (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন নিহত জাকিয়ার স্বামী জাহিদ হোসেন ও আরেক বোন শামীমা আক্তার। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক মহিবুল ইসলাম ওয়াহিদ সানঘাট পল্লী উন্নয়ন সংস্থা নামের একটি সংস্থার নির্বাহী পরিচালক। নিহত জাকিয়া ঘাতকের বড় ভাইয়ের স্ত্রী ও জোছনা খাতুন তার বড় বোন।

স্থানীয়রা জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইবোনদের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছিল। শনিবার সকালে নিহত জোছনা খাতুন অপর বোন শামীমা খাতুন তাদের বাবার ১ একর ২৭ শতক জমির পুকুরে মাছ ছাড়তে আসেন। সকালে সবাই মিলে বাড়িতে মীমাংসায় বসেন। মীমাংসার একপর্যায়ে জাহিদ ও তার স্ত্রী জাকিয়া ও বোন জোছনা পুকুরে মাছ ছাড়তে যান। এসময় মহিবুল ইসলাম ওহিদ ধারাল রামদা দিয়ে একের পর এক তাদের কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যান বোন জোছনা খাতুন ও ভাইয়ের স্ত্রী জাকিয়া।

আরও পড়ুন

খবর পেয়ে গাংনী থানার ওসি তাজুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহাসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক মহিবুল ইসলামকে ধরতে পুলিশ মাঠে নেমেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান থেকে সেই জাহাজে এবার এল ৬৯৯টি কনটেইনার

ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ১ লাখ

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, অতঃপর গ্রেপ্তার ১৩

বগুড়ার কলোনীতে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু