বগুড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক নিহত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে মজনু নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার নয়মাইল হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু শেরপুর উপজেলার সুপ্তচর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মজনু তার অটোরিকশা নিয়ে বগুড়া থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়মাইল এলাকায় রাস্তার ওপরে থাকা একটি বড় পাথরের সাথে ধাক্কা লেগে তার অটোরিকশাটি উল্টে তিনি ছিটকে পড়ে যান। এসময় পেছনে থাকা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আল আমিন জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন