বগুড়ার শিবগঞ্জে এক কৃষকের বাগানের শতাধিক গাছ কাটার অভিযোগ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে এক কৃষকের বাগানের শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের হুদাবালা ঘুগারপাড়া গ্রামের কৃষক জয়নাল আবেদীনের তার জমিতে আম, কাঁঠাল, সুপারি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে ভোগ-দখল করে আসছেন।
প্রতিপক্ষের লোকজন গতকাল শুক্রবার সকালে ওই বাগানের গাছগুলো কেটে নিয়ে যায়। গাছ কাটতে নিষেধ করলে জয়নাল আবেদীনের পরিবারের সদস্যদের মারপিটসহ প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে তিনি বাদি হয়ে ১৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
আরও পড়ুনএ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন