লোহাগাড়ায় বন্যপ্রাণী অভয়ারণ্যে ট্রেনের ধাক্কায় হাতি আহত
নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলিফ্যান্ট ওভারপাসের উত্তর পাশে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছে একটি বন্য হাতি।
রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার ছেড়ে আসা ঈদ স্পেশাল ট্রেন হাতিটিকে ধাক্কা দেয়। এতে হাতিটি গুরুতর আহত হয়।
আরও পড়ুনঘটনাস্থলের পাশেই আমাদের কার্যালয় হওয়ায় হাতিটির চিৎকারে আমরা ছুটে আসি। আপাতত হাতিটিকে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
তিনি বলেন, ট্রেনের ধাক্কায় হাতিটির পেছনের ডান পা ভেঙে গেছে। এরপর হাতিটি নিচে গড়িয়ে পড়ে মাথায়ও আঘাত পেয়েছে। হাতিটি স্বাস্থ্যবান, তবে প্রচুর রক্তপাত হয়েছে। হাতিটির অবস্থা গুরুতর।
মন্তব্য করুন