বগুড়ার দুপচাঁচিয়ায় খেলার সময় দেওয়াল চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরে দেওয়াল চাপা পড়ে চতুর্থ শ্রেণির ছাত্র তাসিম এর (১২) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে।
জানা গেছে, উপজেলার জিয়ানগর সোনারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র তাসিম (১২) একই গ্রামের নির্মানাধীন একটি বাড়ির সামনে খেলা করছিলো। খেলার সময় নির্মানাধীন বাড়ির দেয়ালে উঠে লাফালাফি করার এক পর্যায়ে দেওয়াল ভেঙ্গে পড়ে।
এতে ইটের আঘাতে তাসিম মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। এ অবস্থায় তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনথানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় তার বাবা থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করেছেন।
মন্তব্য করুন