ভিডিও মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে ১৭ নভেম্বর হরতাল

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সংবাদ সম্মেলনে

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা বাসের ভাড়া কমানোর দাবিতে হরতালসহ ৯টি কর্মসূচি ঘোষণা করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নামে নারায়ণগঞ্জের একটি নাগরিক সংগঠন।

আজ শনিবার (২৬ অক্টোবর)  সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বি।

 

সংবাদ সম্মেলন থেকে এই রুটে নন-এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৬৫ টাকা করার দাবি জানানো হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করারও দাবি জানান সংগঠনটির নেতারা। দাবি না মানা হলে আধা বেলা হরতাল পালনের ঘোষণা দিয়েছেন তারা। 

 

লিখিত বক্তব্যে ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের পরিবহন সিন্ডিকেটের মাফিয়া ও গডফাদাররা পালিয়ে গেছে। আবার যেন এই পরিবহন সেক্টর কোনও গডফাদারের হাতে জিম্মি হয়ে না পড়ে। তবে গত ২ এপ্রিল বিগত সরকারের আমলে বিআরটিএ কর্তৃক জারিকৃত নারায়ণগঞ্জ রুটে ভাড়ার তালিকা-সংবলিত প্রজ্ঞাপনটি জনবিরোধী এবং পরিবহন মালিকবান্ধব হয়েছে।’

প্রজ্ঞাপনে নানা অনিয়ম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দূরত্ব সাড়ে ১৯ কিলোমিটার দেখিয়ে কিলোমিটার প্রতি ২.৩২ টাকা হারে ৪৫ টাকা ভাড়া দেখানো হয়েছে। সেই সঙ্গে ফ্লাইওভার টোল ৫ টাকা ও সানারপাড় ইউটার্ন ৩ টাকা হিসেবে ৫৩ টাকা ভাড়া দেখানো হয়েছে। অথচ সেই শিটেই আবার ৫৪ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাস্তবে জনগণের কাছ থেকে বাস ভাড়া নেওয়া হচ্ছে জনপ্রতি ৫৫ টাকা। ফলে এই প্রজ্ঞাপন অনুযায়ী জনগণের কাছ থেকে ২ টাকা করে বেশি হাতিয়ে নিচ্ছে।’

আরও পড়ুন

প্রজ্ঞাপনের তথ্যের সঙ্গে বাস্তবের কোনও মিল নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রজ্ঞাপন অনুযায়ী নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে যাত্রী বাসে উঠলে জনপ্রতি ভাড়া ৪৫ টাকা (ফ্লাইওভার ও ইউটার্ন ভাড়া ব্যতীত), চাষাঢ়া থেকে ৪২ টাকা, নতুন কোর্ট থেকে ৪০ টাকা, শিবু মার্কেট থেকে ৩৭ টাকা, জালকুড়ি থেকে ৩১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। অথচ এই রুটের যেকোনও স্থান থেকে যাত্রীরা বাসে উঠলে ভাড়া ৪৫ টাকা রাখা হয়। এ ছাড়া প্রজ্ঞাপনে মতিঝিল শাপলা চত্বর ঘুরে দূরত্ব দেখানো হয়েছে সাড়ে ১৯ কিলোমিটার। কিন্তু বাস্তবে কোনও বাস মতিঝিল ঘুরে যাতায়াত করে না। তা ছাড়া গত ৩০ আগস্ট সরকার ডিজেলের দাম লিটার প্রতি ১.৫০ টাকা কমালেও বাস ভাড়া কমানোর কোনও উদ্যোগ নেই।’

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘আগামী ১৫ নভেম্বরের মধ্যে ৩ দফা দাবি না মানলে ১৭ নভেম্বর শহরে আধা বেলা হরতাল দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ২৯ অক্টোবর থেকে বাস ভাড়া কমানোর দাবিতে নানা কর্মসূচি শুরু হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সদস্যসচিব ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ধীমান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূর উদ্দিন আহমেদ, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থী নিহত

খুলনাবাসীর স্বপ্নযাত্রা জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা শুরু 

পাবনার সুজানগরে গাজনার বিলের পানি সেচে ও গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন

বগুড়ায় ১৪৫০ এ্যাম্পুল নেশার ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার

জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের পিঠা উৎসবের সেকাল-একাল

বগুড়ার শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত