ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

সুন্দরগঞ্জে মলম পার্টির মূলহোতাসহ ৩ জন গ্রেফতার

সুন্দরগঞ্জে মলম পার্টির মূলহোতাসহ ৩ জন গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে মলম পার্টির মূলহোতা মো. সুমন মিয়াসহ ৩ জনকে গ্রেফতার ও লুন্ঠিত মালামালসহ একটি ইজি অটোবাইক উদ্ধার করেছে পুলিশ।

পূর্বের গ্রেফতারকৃত আসামি মো. সুরুজ্জামান মিয়ার তথ্যের ভিত্তিতে গত সোমবার ভোরে রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার ও মালামালসহ ইজিবাইক জব্দ করা হয়। সুমন ওই গ্রামের মো. শাহ আলম মিয়ার ছেলে।

গতকাল সোমবার বিকেলে সুন্দরগঞ্জ থানায় প্রেস ব্রিফিং করেছেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত মিলন কুমার চ্যাটার্জী, এসআই আকতার হোসেন প্রমুখ।

আরও পড়ুন

জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর ইউনিয়নের বড় আটা গ্রামের মো. মনিরুল ইসলামের ইজিবাইক ভাড়া করেন মলমপার্টির সদস্য মো. সুরুজ্জামান মিয়া ও মো. নজরুল ইসলাম। পরে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকায় এসে চালক মনিরুলকে পান খাইয়ে অচেতন করে রাস্তায় ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে অজ্ঞাতনামা ৩ আসামি মো. লুৎফর রহমান, মো. মুর্শিদ মিয়া ও মো. নাজমুল ইসলামকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য মোতাবেক আসামি সুরুজ্জামান ও নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার সুরুজ্জামানের তথ্য মোতাবেক মূলহোতা সুমন ওরফে কথিত শামীমকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক