ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

প্রেমের টানে পাসপোর্ট ছাড়া বাংলাদেশে, কারাভোগ শেষে  মা-ছেলে ভারতে ফিরে গেল

প্রেমের টানে পাসপোর্ট ছাড়া বাংলাদেশে কারাভোগ শেষে  মা-ছেলে ভারতে ফিরে গেল

চুয়াডাঙ্গা প্রতিনিধি: মোবাইলে চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার এক মেয়ের সঙ্গে প্রেম হয় ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা প্রাণকৃষ্ণ দাসের। এরপর সেই মেয়েকে বিয়ে করতে মা কাজলী দাসকে সঙ্গে নিয়ে বিনা পাসপোর্টে বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশে আসেন তিনি। বিয়ে শেষে ফেরার সময় ঝিনাইদহ জেলার মহেশপুরের যাদবপুর সীমান্তে বিজিবির হাতে ধরা পড়ে তারা। তারপর ঠাই হয় ঝিনাইদহ জেলা কারাগারে।

প্রায় পাঁচ মাসের কারাভোগ শেষে বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে আনুষ্ঠানিভাবে হস্তান্তর করা হয় মা ছেলেকে।

অবৈধ অনুপ্রবেশের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ দিনের সাজা হয় তাদের। ২০২৩ সালের ২৭ ডিসেম্বর সাজার মেয়াদ শেষ হলে মুক্তি পায় তারা। কিন্তু দু’দেশের প্রত্যাবসন প্রক্রিয়ার জটিলতায় ৪ মাস ২১ দিন কারাভোগ করতে হয় তাদের।

কাজলী দাস বলেন, ‘২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর দালাল চক্রের মাধামে যশোরের পুটখালি সীমান্ত দিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে মা-ছেলে। এরপর চট্টগ্রাম জেলার সন্দীপে গিয়ে ছেলের পছন্দের মেয়েকে বিয়ে করায়। বউকে বাংলাদেশে রেখে বিয়ের ১৫ দিন পর ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে ৭ অক্টোবর দালালের মাধ্যমে দেশে ফেরার সময় বিজিবির টহল দলের কাছে আটক হয়। এরপর সাজা দিয়ে তাদের কারাগারে পাঠায় আদালত।’

প্রাণকৃষ্ণ দাস বলেন, ‘বিনা পাসপোর্টে দালালদের মাধ্যমে কেউ যেন আমাদের মতো ভারত-বাংলাদেশ ভ্রমণ না করে। আমরা যে ভুল করেছি-যার জন্য প্রায় ৫ মাস জীবন থেকে ঝরে গেল। এমন ভুল যেন কেউ না করে।

আরও পড়ুন

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার মন মোহন, হাবিলদার সাফার উদ্দিন, ঝিনাইদহ জেলা কারাগারের ডেপুটি জেলার গোলাম সাকলাইন, দর্শনা থানার এসআই টিপু সুলতান, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই আতিক, এএসআই মোমিন প্রমুখ।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেঁদে বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এসি বিতাশি, এসআই পি মুখার্জি, গেদে ইমিগ্রেশন ইনচার্জ জেসি দে, কাস্টমস সুপারিনটেনডেন্ট সুব্রত মন্ডল, কৃষ্ণগঞ্জ থানার এসআই শামসুর রহমান, ডিআইবি সাধন মন্ডল, গেদে ল্যান্ড পোর্ট সোসাইটির সভাপতি দীনু বন্ধু মহলদার প্রমুখ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক