ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

ঘোড়াঘাটে দেদারছে বিক্রি হচ্ছে নকল মধু

ঘোড়াঘাটে দেদারছে বিক্রি হচ্ছে নকল মধু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে চিনি ও ফিটকিরি দিয়ে দেদারছে মধু তৈরি করে বিক্রি করে আসছে কতিপয় অসাধু মধু বিক্রেতারা। উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ী মৌজার সাউদগাড়ী পাড়ার ৪ জন ও সিংড়া ইউনিয়নের নূরপুর মৌজার সাউদগাড়ী পাড়ার একজন দীর্ঘ ১৬-১৭ বছর থেকে এ নকল মধুর ব্যবসা করে আসছে বলে জানা যায়।

অভিযুক্ত নকল মধু ব্যবসায়ীরা হলো- কলাবাড়ী মৌজার সাউদগাড়ী পাড়ার মৃত- রইচ উদ্দীনের ছেলে আব্দুল রাজ্জাক (৪০), বারেক (৫০) ও তার ছেলে শাকিল (২৮) এবং হবিবর রহমান মধু (৪৫)। সিংড়া ইউনিয়নে নূরপুর মৌজার সাউদগাড়ী পাড়ার আব্দুল আজিজের ছেলে আব্দুল কুদ্দুস।

নকল মধু তৈরি বিষয়ে আব্দুর কুদ্দুস ও আব্দুর রাজ্জাক দীর্ঘদিন থেকে এ ব্যবসা করার কথা স্বীকার করেছে। তবে কোথাও মৌমাছির চাক পেলে সেটাও কেটে দিয়ে মধু নেয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ তহিদুল আনোয়ার বলেন, চিনি ও ফিটকিরি দিয়ে তৈরি মধু বিষ ক্রিয়াসহ এসিড ও মারাত্মকভাবে কিডনির জন্য ক্ষতিকর।

আরও পড়ুন

তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, অতি স্বত্তর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা ও লেবাননজুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ১০৭

কপ২৯ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

পুলিশে ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ