ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

আদমদীঘিতে বালু ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা, ট্রাক্টর জব্দ

প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নাগর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ অভিযানে বালু ব্যবসায়ী মামুনুর রশিদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চাঁপাপুর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। অভিযানের সময় একটি ট্রাক্টর জব্দ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ অভিযান সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন এলাকায় নাগর নদী থেকে এস্কেভেটরের সাহায্যে দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল ওই ব্যবসায়ী। এতে ওই নদী এলাকার পাশের আবাদী জমি ও বাড়ি ঘরের ক্ষতিসাধিত হয়।

আরও পড়ুন

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন ওই স্থানে অভিযান চালিয়ে বালু মহল আইনে মামুনুর রশিদ নামের ওই বালু ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা আদায় ও বালু বহন কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকজুড়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ 

গাজা ও লেবাননজুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ১০৭

কপ২৯ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

পুলিশে ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত