ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

বান্দরবানে সোনালী ব্যাংকের টাকা লুট, ম্যানেজার অপহরণ

বান্দরবানে সোনালী ব্যাংকের টাকা লুট, ম্যানেজার অপহরণ, ছবি সংগৃহীত

মফস্বল ডেস্ক : বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও প্রহরীদের ১৪টি অস্ত্র লুট ও ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শতাধিক অস্ত্রধারী ব্যাংকটি ঘিরে ফেলে এ ঘটনা ঘটায়। বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, স্থানীয়দের ধারণা এ ঘটনা নব্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ ঘটাতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কেএনএফ’র ৭০-৮০ জন সশস্ত্র সদস্য রুমা উপজেলা পরিষদ এলাকা ঘেরাও করে। তারা সোনালী ব্যাংকে গিয়ে পাহারারত পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় এবং মারধর করতে থাকে। ব্যাংকে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়।

আরও পড়ুন

এদিকে সোনালী ব্যাংক বান্দরবান অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ওসমান গণি রাতে গণমাধ্যমকে বলেন, ‘সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজারকে কেএনএফ সন্ত্রাসীরা নিয়ে গেছে বলে শোনা যাচ্ছে। ওই শাখায় ১ কোটি ৬০ লাখ টাকা থাকার কথা; যা ভল্ট ভেঙে নিয়ে গেছে। এ ঘটনার পর এ অঞ্চলের ব্যাংকের সব শাখায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

রুমা থানার ওসি মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থলে গিয়ে বলেন, ‘কারা এ হামলা করেছে আমরা জানার চেষ্টা করছি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক