ভিডিও মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বগুড়ার আদমদীঘিতে মাথার চুল কাটতে বলায় অভিমানী কিশোরের আত্মহত্যা

প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ছেলেকে মাথার চুল কাটতে বলায় বাবার উপর অভিমান করে আরিফ হোসেন  (১৭) নামের এক কিশোর বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত আরিফ হোসেন আদমদীঘি উপজেলার কুসুম্বী গ্রামের আকরাম আলীর ছেলে। সে লেখাপড়ার পাশাপাশি নির্মাণ শ্রমিকের কাজ করতো বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, আরিফ হোসেন মাথার চুল বড় রাখায় তার বাবা আকরাম আলী ছেলেকে চুল ছোট করে কাটতে বলেন। এতে আরিফ তার বাবার উপর অভিমান করে গতকাল মঙ্গলবার দুপুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে সান্তাহার সিএনজি স্ট্যান্ডে অসুস্থ হয়ে পড়ে।

আরও পড়ুন

এরপর স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতলে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেল ৪টায় আরিফ মারা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থী নিহত

খুলনাবাসীর স্বপ্নযাত্রা জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা শুরু 

পাবনার সুজানগরে গাজনার বিলের পানি সেচে ও গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন

বগুড়ায় ১৪৫০ এ্যাম্পুল নেশার ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার

জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের পিঠা উৎসবের সেকাল-একাল

বগুড়ার শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত