ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

আদালতে নেওয়ার আগে থানায় ৩৯ ঘণ্টা আটকে রাখা হয়েছিল : র‌্যাপার হান্নান

আদালতে নেওয়ার আগে থানায় ৩৯ ঘণ্টা আটকে রাখা হয়েছিল : র‌্যাপার হান্নান

বাংলাদেশি র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তেজনার মাঝে ‘আওয়াজ উডা’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি। গানটি তখন দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। এক পর্যায়ে প্রতিবাদী এই গানের জন্য গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়। অবশেষে শেখ হাসিনার পদত্যাগের একদিন পর গত ৬ আগস্ট মুক্তি পান তিনি।

কারাগারে থাকার দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরে সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন হান্নান হোসাইন শিমুল। জানান, কারাগারে ১২ দিন থাকতে হয়েছে তাকে। যদিও গ্রেপ্তারের আগে তার পরিবার এ বিষয়ে কিছুই জানত না। হান্নান যখন বুঝতে পারেন তার বিরুদ্ধে ভাঙচুর, বিস্ফোরণের মামলা দেওয়া হয়েছে, তখন বিষয়টি নিয়ে আর কিছুই করার ছিল না হান্নানের।

হান্নানের কথায়, ‘যখন আমাকে কারাগারে নিয়ে আসা হয় তখনই বুঝে গিয়েছিলাম এখানে আমাকে কিছুদিন থাকতে হবে। বাকি দিনগুলো খুব কষ্টে কাটবে। প্রথম কয়েকটা দিন ছিল খুবই দুঃসহ।’

হান্নান বলেন, ‘আমাকে টাওয়ারে রাখা হয়েছিল। বাইরে বের হওয়ার উপায় ছিল না। পরে টাওয়ার থেকে নামিয়ে বাইরের সেলে নিয়ে যাওয়া হয়েছিল। ছোট একটা রুমের মধ্যে আমার সঙ্গে দু’জন ছিল। জেলের ভেতর বাইরের কোনো খবর পাচ্ছিলাম না। প্রথম জেলজীবন, ১৩ দিন কতটা কষ্টে জেলে ছিলাম তা বলে বোঝানো সম্ভব নয়।’

আরও পড়ুন

হান্নান আরও বলেন, ‘আদালতে নেওয়ার আগে থানায় ৩৯ ঘণ্টা আটকে রাখা হয়েছিল। আমার পরিবারের লোকজন তখন কিছুই জানত না। আদালতে পাঠানোর আগেও আমি জানতাম না, আমাকে কী অভিযোগে এখানে আনা হয়েছে। পরে জেনেছি, আমার বিরুদ্ধে নাকি ভাঙচুর, বিস্ফোরণের মামলা দেওয়া হয়েছে।’

জেল থেকে মুক্তি পাওয়ার পর অনুভূতি জানিয়ে হান্নান বলেন, ‘অনেকের আইনি সহায়তা পেয়েছি। অনেকে দেয়ালে দেয়ালে গ্রাফিতি করেছেন। কেউ কেউ ব্যানার নিয়ে মিছিলও করেছেন। সবাই আমার জন্য এত কিছু করেছেন আমি যখন জানতে পেরেছি, আবেগে চোখের পানি ধরে রাখতে পারিনি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ার সার্ভিসের ৬ কর্মকর্তার পদোন্নতি

দিনাজপুরের পার্বতীপুরের মোটরসাইকেল চুরির অভিযোগে আটক ২

আদিবাসী শব্দ নিয়ে বিরোধ : পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ

পুত্র সন্তানের বাবা হলেন শামীম পাটোয়ারী

বিয়ের চারদিন আগে মেয়েকে গুলি করে হত্যা বাবার

ফরিদপুরে ছয় হাজার টাকার ব্যাটারির জন্য হত্যা