ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

মধ্যরাতে হিরো আলমের ঢাকার বাসায় হামলা

মধ্যরাতে হিরো আলমের ঢাকার বাসায় হামলা

বুধবার দিবাগত মধ্যরাতে হিরো আলমের ঢাকার বাসায় কে বা কারা হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হাতিরঝিল থানায় এই মর্মে একটি সাধারণ ডায়েরি করেছেন এই কনটেন্ট ক্রিয়েটর, জিডি নম্বর-৫৯০। তার দাবী, রাত আনুমানিক ২টায় বেশ কয়েকজন ব্যক্তি তার বাসার দরজায় এলোপাতারি ধাক্কাধাক্কি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন।

গতকাল বগুড়া থেকে ঢাকা ফিরেছেন হিরো আলম। ঢাকায় ফিরে কয়েকজন সাংবাদিককে তিনি জানান, তিনি আর রাজনীতিতে থাকতে চান না। এরপর মধ্যরাতে তার বাসায় হামলা করে বেশ কয়েকজন যুবক। তিনি বলেন, ‘রাজনীতি করতে গিয়ে অনেকবার আমি প্রতিপক্ষের হামলার শিকার হয়েছি। বুঝতে পারছি না, কে বা কারা হামলা করেছে।’ তিনি জানান, পুলিশ আশ্বাস দিয়েছে, তার বাসায় গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্তের চেষ্টা করবে।

গত ৮ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে বগুড়ার আদালত চত্বরেও হামলার শিকার হন হিরো আলম। জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে গিয়ে তার ওপর এ হামলার ঘটনা ঘটেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক তাকে পিটুনি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে ওই হামলাকারীরা বিএনপির সমর্থক কি না সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সেসময় হিরো আলম বলেছিলেন, ‘আমাকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছে। আমরা ফুটেজ দেখেছি। তাদের সবার বিরুদ্ধে মামলা হবে।’ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় মারধর এবং ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত সপ্তাহে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে গিয়েছিলেন হিরো আলম।

আরও পড়ুন

কিছুদিন আগেই স্বতন্ত্র নির্বাচনের বদলে নিজেই রাজনৈতিক দল গড়ার কথা জানিয়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এই প্রত্যাশার কথা জানানোর মাস না গড়াতেই রাজনীতি থেকে সরে আসার কথা বললেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর সমস্যা বাম চোখে, ডান চোখে অপারেশন করলেন চিকিৎসক!

ফায়ার সার্ভিসের ৬ কর্মকর্তার পদোন্নতি

দিনাজপুরের পার্বতীপুরের মোটরসাইকেল চুরির অভিযোগে আটক ২

আদিবাসী শব্দ নিয়ে বিরোধ : পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ

পুত্র সন্তানের বাবা হলেন শামীম পাটোয়ারী

বিয়ের চারদিন আগে মেয়েকে গুলি করে হত্যা বাবার