ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

এক সিনেমায় পাঁচ নায়িকা

এক সিনেমায় পাঁচ নায়িকা

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমার মধ্যে আছে ‘হাউসফুল’। জনপ্রিয়তার কারণে সিনেমাটির কয়েক কিস্তি নিয়ে এসেছেন নির্মাতা। ‘হাউসফুল’ এর  প্রথম পর্ব মুক্তি পায় ২০১০ সালে। দারুণ হিট হওয়ার পর দুই বছরের মাথায় আসে ‘হাউসফুল টু’। এটিও আলোচিত হয়। ২০১৬ সালে ‘হাউসফুল থ্রি’ এবং ২০১৯ সালে আসে সর্বশেষ পর্ব ‘হাউসফুল ফোর’।

বিশ্বব্যাপী জনপ্রিয়তায় ভরপুর এই চার কিস্তির সিনেমা ৮০০ কোটি রুপিরও বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিই ছিল কমেডিতে ভরপুর। মূলত নির্ভেজাল হাস্যরসের কারণেই এক যুগের বেশি সময় ধরে বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজির তালিকায় রয়েছে হাউসফুলের নাম। এবার আসছে এই ফ্র্যাঞ্জাইজির পঞ্চম সিনেমা।

যা নিয়ে আসছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। যেখানে এক সিনেমাতে থাকবেন তিন নায়ক ও পাঁচ নায়িকা। ইতোপূর্বেই জানা গিয়েছিল অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চনের নাম। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইতিমধ্যে সিনেমায় যোগ দিয়েছেন পাঁচ নায়িকা। তারা হলেন জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া ও সৌন্দর্য শর্মা। লন্ডনে ৪৫ দিনের বিভিন্ন স্থানে কিছু দৃশ্যের শুটিং হবে সিনেমাটির। লন্ডনের পর মুম্বাইয়েও সিনেমার একটি বড় অংশের শুটিং হবে।

আরও পড়ুন

জানা গেছে, হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মধ্যে পঞ্চম পর্বের বাজেটই সবচেয়ে বেশি। ৩০০ কোটি রুপি ব্যয়ে তৈরি হবে সিনেমাটি। তাই আয়োজনও বড়। ছবিটি পরিচালনা করছেন তরুণ মনসুখানি। ২০২৫ সালের ৬ জুন মুক্তির উদ্দেশ্যে হাউসফুল ফাইভের কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগিয়ে থেকেও ম্যানচেস্টার সিটির অবিশ্বাস্য ড্র 

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের সরিয়ে দেওয়া হয়েছে

নারায়ণগঞ্জে দুটি কারখানায় আগুন 

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশ কর্তারা

সিরাজগঞ্জে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সম্পর্ক থাকলে ভয় তো থাকবেই : সোহিনী