ভিডিও রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

রহমত উল্লাহর নামে শাকিব খানের করা মামলা খারিজ

রহমত উল্লাহর নামে শাকিব খানের করা মামলা খারিজ

প্রযোজক রহমত উল্লাহর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়ক শাকিব খানের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার (০৯ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এ এম জুলফিকার হায়াত এই আদেশ দেন।

এর আগে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলেনি মর্মে রহমত উল্লাহকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  

এরপর বাদীপক্ষে শাকিব খান প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন। আজ শুনানি শেষে সেই নারাজি গ্রহণ করার মতো উপাদান না থাকায় আদালত মামলাটি খারিজ করে দেন।  এর আগে গেল বছর ২৭ মার্চ এই মামলা করেন শাকিব খান।  

অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ।

আরও পড়ুন

শাকিব খানের বিরুদ্ধেও মানহানির অভিযোগে পাল্টা মামলা করেছেন এই প্রযোজক। ২০২৩ সালের ১৩ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দণ্ডবিধি ৪৯৯, ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি করা হয় বলে জানান রহমত উল্লাহর আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া। এই মামলাটি বর্তমানে চলমান রয়েছে। পিবিআই ইতোমধ্যেই এই মামলার তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করেছে বলেও জানা গেছে।

তবে শাকিব খান দাবি করেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুন্ন ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫

আইনজীবী আলিফ হত্যা : তদন্ত কমিটির সব সদস্যের পদত্যাগ 

আজও খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

বাংলাদেশের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত 

সমালোচনার পর কমলো বিপিএল মিউজিক ফেস্টের টিকিটমূল্য

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮