ভিডিও বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’র ভয়েস আর্টিস্ট নোবুয়া ওইয়ামা আর নেই

জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’র ভয়েস আর্টিস্ট নোবুয়া ওইয়ামা আর নেই

জাপানের জনপ্রিয় কার্টুন সিরিজ ‘ডোরেমন’র কথা কে না জানে? পৃথিবীজুড়ে এখনো বাচ্চাদের প্রিয় কার্টুনের তালিকায় রয়েছে ডোরেমন।

শুক্রবার (১১ অক্টোবর) এই জনপ্রিয় কার্টুন চরিত্র রোবট বিড়াল ডোরেমনের বাচিকশিল্পী নোবুয়ো ওইয়ামা (৯০) মারা গেছেন। ২০০৫ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর ওইয়ামা নীল রঙের বিড়াল ডোরেমনের কণ্ঠ দিয়েছেন।

২২ শতকের কাল্পনিক ভবিষ্যৎ থেকে আসা এই বিড়ালের একটি ‘জাদুর পকেট’ আছে, যেখান থেকে সে সব ধরনের অত্যাধুনিক গ্যাজেট বের করে আনতে পারে। তার সুপরিচিত গ্যাজেটের মধ্যে একটি ছিল পৃথিবীর যেকোনো জায়গায় ভ্রমণ করার জন্য বিশেষ দরজা।

ওইয়ামার ট্যালেন্ট এজেন্সি এএফপিকে জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে তিনি প্রাণ হারান। তার শেষকৃত্যে ঘনিষ্ঠ আত্মীয়রা যোগ দেন।

আরও পড়ুন

এদিকে ওইয়ামা কণ্ঠ দেওয়া থেকে অবসর নেওয়ার পর অন্যান্য শিল্পীরা তার মতো করেই কণ্ঠ দিয়ে আসছেন বলে জানা গেছে।

ডোরেমন কার্টুনে একটি আদুরে রোবট বিড়াল অতীতে এসে একটি অলস স্কুলবালককে সাহায্য করে। নোবিতা নামের এক মিথ্যাবাদী ছেলেকে দৈনন্দিন জীবনের নানা বিপদ থেকে রক্ষা করে তার বিশ্বস্ত বিড়াল ডোরেমন।

প্রসঙ্গত, ১৯৬৯ সালে প্রথমবারের মতো ম্যাঙ্গা স্ক্রিপ্ট হিসেবে ডোরেমনের জন্ম হয়। পরবর্তী কয়েক দশকে এটি ছোট ও বড় পর্দার চরিত্রে রূপান্তরিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে ট্রেনের তিন শতাধিক জিম্মি মুক্ত, নিহত ৫৮

মাগুরার নির্যাতিত শিশুটিকে বাঁচানো গেল না

ড্র করেও কোয়ার্টারে আর্সেনাল

ভারতে এবার ব্রিটিশ তরুণীকে ধর্ষণ

মেয়েকে ধর্ষণ, মামলা করায় বাবা খুন!

টাইব্রেকারে মাদ্রিদ ডার্বি জিতে কোয়ার্টারে রিয়াল