ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

‘ট্রাম্প প্রেসিডেন্ট হলে পুতিন কিয়েভে বসে থাকতেন’

‘ট্রাম্প প্রেসিডেন্ট হলে পুতিন কিয়েভে বসে থাকতেন’, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে কিয়েভ এখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দখলে থাকতো বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ায় কমলার সঙ্গে প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্কে এমন মন্তব্য করেন তিনি। খবর : ইন্ডিয়া টুডে 

বিতর্কের সময় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিষয়ে ট্রাম্প বলছিলেন, তিনি হোয়াইট হাউজে ফিরে গেলে ২৪ ঘণ্টার মধ্যে সংঘাত ‘মীমাংসা’ করতে পারেন। ট্রাম্প জানান, প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একটি ভালো সম্পর্ক বজায় রেখেছেন তিনি। এসময় তিনি প্রতিশ্রুতি দেন, ‘প্রেসিডেন্ট হওয়ার আগেই যুদ্ধের মীমাংসা করব।’ তিনি বলেন, ‘আমি যুদ্ধ বন্ধ করতে চাই। আমি জীবন বাঁচাতে চাই।’ এসময় কমলাকে উদ্দেশ করে ট্রাম্প বলেছিলেন, তিনি কী চান রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন জয়ী হোক। জবাবে হ্যারিস বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে, পুতিন এখন কিয়েভে বসে থাকতেন।’

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগিয়ে থেকেও ম্যানচেস্টার সিটির অবিশ্বাস্য ড্র 

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের সরিয়ে দেওয়া হয়েছে

নারায়ণগঞ্জে দুটি কারখানায় আগুন 

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশ কর্তারা

সিরাজগঞ্জে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সম্পর্ক থাকলে ভয় তো থাকবেই : সোহিনী