ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হিজবুল্লাহকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল

হিজবুল্লাহকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : আবারও হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের একটি হিজবুল্লাহ সাইটে বোমা হামলা চালিয়েছে। এর আগে লেবাননের ওই অঞ্চল থেকেই ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে রকেট ছোড়া হয়।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা কাফর রোমান অঞ্চলে হিজবুল্লাহর সামরিক কাঠামোর পাশাপাশি দক্ষিণ লেবাননের আরও বেশ কয়েকটি অঞ্চলে কামান দিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলে মোট ৫৫টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু রকেট ধ্বংস করা হয়েছে এবং বেশিরভাগই খোলা জায়গায় আঘাত হেনেছে। তবে এসব রকেট থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে উত্তর ইসরায়েলের একটি প্রধান বিমান ঘাঁটিতে রকেট হামলার দাবি করে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ওই ঘাঁটি সাফাদ শহরের কাছে অবস্থিত। ইসরায়েলের সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়েছে, সাফাদ শহরের দিকে ২০টি রকেট ছোড়া হয়েছে, যার অধিকাংশই আকাশে ধ্বংস করা হয়েছে। কিছু খোলা জায়গায় পড়েছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হিজবুল্লাহর দবি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরায়েলে হামলা চালাচ্ছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি থেকে ইউনিভার্সিটি অব মিনেসোটা টুইন সিটিজ, স্বপ্ন পূরণ প্রতীতি সাহা'র

চট্টগ্রামের প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মির্জা কছির উদ্দিন আহমেদ মারা গেছেন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি:  বগুড়ার আদমদীঘিতে একজনের এক মাসের কারাদন্ড

ঝিনাইদহে সরকারি কর্মকর্তার কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি

বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ দম্পতির পাশে ইউএনও

বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর